সবুজ সরু ঘাসে যখন বসেছিলাম
তোমার মুখ চেপে হাসি আমি দেখেছি।
গদ্য কবিতারা কবিতা হয়নি – আপেক্ষিক
আমিও তো বলতে পারি তোমার চুল নদী হয়নি।


সহজ করে ক্ষমতাদের মুক্তি দিতে পারিনি।
তাই ব্যরিকেড করে রক্তশৈবালের অভিযান,


ক্ষমতাহীন এক সহজ কথার বাসিন্দা আমরা
তুমি গুছিয়ে নিয়ে গলা, মেঘমল্লার গাইতেই পারো


তা বলে তোমার ঠোঁটের সিগারেটকে আমি উপেক্ষা করি।
কারণ আমি প্রাচীন পুরুষ।
তোমরা পর্দা খুলে বেরিয়ে আসতেই পারো
ফিরতে হবে বীর্যের জন্য। চাহিদা তোমাদের যোনিতে।
আধুনিকা, পুরুষ তোমরা হতে পারবে না।


কারণ মানুষ হতে গেলে পুরুষনারীর মিলিত রূপ দরকার,
উন্নতি একতরফা হয় না।
মদের গ্লাস তোমাকে নেশা উপহার দেবে,
শান্তি নয়...