পাগলামিরা মিলিয়ে যাচ্ছে শেষ বিকেলে
তুমি এবার শান্ত হচ্ছো আমার মায়ায়,
গিন্নী সুলভ আদর জাগছে সবুজ ঘাসে
ফিরছে পাখি নীল ডানাতে নিজের ছায়ায়,


অজস্র দিন খারাপ কাব্য শুনিয়ে ক্লান্ত তুমি
ঠিক বলেতে ঠিক জায়গায় মেরেছি ছয়,
নীরানা তুমি আমার মনেই চিহ্নিত আজ
ভালবাসলে ভালইবাস, এতো কিসের ভয়,


ঐ একটু আমার মতো হতে হবে, মনকেমনিয়া
তারপরেতে দেখতে পারি যৌন সিনেমা ক্ষত,
নারী হয়ে মদ ধূমপান ছাড়া হতে যদি পারো
অন্দরমহল নয় মনমহলই দেখব সব শত শত,


মিশে যাও শরীর থেকে মন যমুনায় সমানভাবে
নিদ্রা পেরোলেই সফল ভোরে আমায় পাবে...