আমি অবহেলিত রক্তভূমি সীমানা পেরোতে পারিনি।
পুরাতনের সেই আদি গান অবহেলা দেয় রোজ রোজ
আমায় এবার এড়িয়ে যাওয়ার পালা, ফাঁসি হবে প্রেম
ভালবাসা যা ছিল সব স্বপ্ন উড়ানে শুনেছে মন কথা।
তুমি আকাশকে ছুঁতে চেয়ে ছাঁদে লটকে যাওয়া ঘুড়ি


ঘুম তোমার আসে না রাতে, ফুচকার মতো ফাঁপা
তবু সীমানার এপারে দাঁড়িয়ে দেখেছি ঠোট কাপা...


ঠকে যাওয়া ময়লার স্তূপে আমি ধ্যানরত সময়লীলা
আসলে রাম-রাবণ বলে কিছুই হয় না আজকাল
যা হয় তা তো ভক্ত হনুমানের কেরামতি সিংহাসন
তোমরা সে সবেই সুখী, খুশি, আল্লা ভাবো নিজেকে
এই জন্য যীশু, নানক, কবির কিছু হতে পারলে না


পারলে চারা গাছ হও, এই গরমে বৃক্ষছায়া প্রয়োজন
আর প্রয়োজন ঠোঁট, ঠোঁটকে বিশ্বাস করার আয়োজন