কেতাবি রবি ঠাকুরে রহমত ও মিনির গল্প বুঝতেই
অনেকটা কাবুলি-ধারের জীবন কাটিয়ে দিয়েছি।
নেহেরু-ইন্দিরাগান্ধীর চিঠি বা আব্রাহাম লিংকন
আত্মস্থ করতে অনেক আলোকবর্ষ পেরিয়ে বুঝেছি
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।”
ফিরতি পথের সেই ইচ্ছা নিয়েই আজ মেয়ের আনন্দে
আনন্দিত কাওসার নতুন হলুদ জামায় খেলা দেখছে।
পেশায় ভিখিরি কাওসার সাধ্যমতো ছোট্ট সুমাইয়ার
ভবিষ্যতও গড়তে চায়। হ্যাঁ, এক সফল-সুখী বাবা।
পড়ায় স্কুলে দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্থ বাবা।
কিনেছে দুবছর পর জামা – মেয়ের জন্য...
সব সময় কবিতা হয়ে উঠবে অনুভূতি সেটা ভেবে
লিখি না। তাই আমি মানুষের মতো শান্তিতে ঘুমাই...
***
তোমরা যাও জমা করো ফিফটিন-জি...টাকা বাঁচাও
ভবিষ্যৎ তোমাদের হাতেই – সন্তান সুখ ক’জন পায়?