চুপ করে ভদ্র কবিতা লিখব, মায়ার মতো
সেই সোজা পথে সাবলম্বী হয়ে কেতাবি হবো
মুখ বুজে গূঢ় মানেওয়ালা কাব্য লিখব
সেই লেখা কেউ বুঝবে না, শুধু বাহবা
অহংকারের হ্যাঁ পারি বলতে চাইব রোজ...
আমি আমি করেই যাব, আমরা বলব না
ধীরে ধীরে রসময় অস্তিত্ব পেরিয়ে কবে বুঝব
আমি ফেলনা, প্রচন্ড মেধার চাকরিতে তাবেদার
অথচ দেশে, জাতি, মানুষ নিম্নগামী হিংস্রতায় মত্ত
...
বুঝতে পারছি না আমি শহরে হাঁটছি না সেরেঙ্গেটি
তুমি নেই, আমি নেই সকলেই উদ্যোগহীন দানব
আমার সমস্ত লেখাকে অপাঠ্য বলে পুড়িয়ে দিলো
এটুকুই বাকি ছিল...শুনোনা অপাঠ্য...
আমার কানে বাজছে ওঁ, আজান, বাইবেল, ত্রিপিটক
সব মিটে যাচ্ছে, মনে যা যা কষ্ট ছিল...কেবল
আগুনের শিখা জ্বলে উঠছে, আমার শব কাঠে পুড়িও না
দান করে দিও অ্যানাটমিতে, দুজন অন্ধ দেখবে দুনিয়া
তবে যেন তারা লিখবে অভদ্র কবিতা...জানি লিখবেই
এটাই বিবর্তনের ডারউইন, উইন উইন সিচ্যুয়েশন
সেদিনের ব্রেকিং নিউজ বলবেই-
মানুষ প্রাণীদের কবিতার দল আজ জিতল...