বদলে যেতে চায় সাগরের স্রোত
তোমার চোখের মতোই তা সত্য,
নকল করতে চায় মোহটুকু কাল


সুখ সীমানাহীন এক রহস্য সামর্থ্য...


তুমি পেতে চাও আদিমতা সুখ
যেমন করে আমিও সুখি নীরানা
কোথায় চলে যাচ্ছ নিজের মতো


দাড়াও, প্লিজ একটু দাড়াও না...


তোমার গন্ধে এখন শরীর জেগে
সন্ধ্যার ফুলে জন্মানো গন্ধরা জুঁই
কতকাল নীরানা ডাকিসনি আমায়


বলিসনি, “তুই, আমার শুধু তুই।”


ইস্তেহারের পাব কালচার পাল্টে দিল তমোসুখ
গাছ-কাটা কলকাতায় প্রেমহীনতার গভীর অসুখ