আমার কষ্ট আমারই থাক, নামুক আবার সন্ধ্যা
শবের পাশে সাজিয়ে রেখো, শুকনো রজনীগন্ধা।


কেউ বোঝেনি, কেউ ভাবেনি – কেন এতটা বাজে
ব্যবহৃত আমি, পাথুরে বস্তু – লাগিয়েছে শুধু কাজে।


কাঁদিয়ে যাও আমায়, বলে যাও জ্ঞানের যত বাণী
আমিও ভাল হতে চেয়েছিলাম – মনুষ্যত্বটুকু মানি।


নেশাময় শরীরে তাই জন্ম দেব না সন্তান সুখী প্রাণ
আমার জন্য নেই আজ কোনও বেঁচে থাকার গান।


আমি শুধুই পণ্য আজ নীরানা নামটুকুই যা সাজানো
স্তন থেকে ঠোঁট সৌন্দর্যে ছুঁতে চায় সমাজ – বাজানো।


শুধু উপরের রঙ দেখে বিচার করছ, আসামীরা জেলে
জানি তো এভাবেই নোংরা একরকম হয় সব ছেলে।


নারীকে বুঝতে শেখো, নীরানা যে মায়ের মতো সত্য
ভালবাসা পেলে দিতেই পারে অনেক জন্মের সুপথ্য...