তখনও ভোরের ছায়ারা স্পষ্ট। তুই এলি।
তখনও আমি ঘুমের শেষ ল্যাপে অনুভব করছি
পেতেই হবে আমায় বসন্তকরবী। অনুভবে।
এলোচুল। সুন্দর চোখ। গভীর। অনন্ত।
চশমাটা নিয়ে গেছে নীল পরি। তুই শ্বেত
প্রচন্ড রকমের আভাময়ী। শুভ্র। সকালের বার্তা...
আলো প্রকাশিত হল। চোখে, ঠোঁটে, গালে।
আদিম এক ঐশ্বর্য। জেগে উঠছে। ভালবাসায়।
জাগছে মানুষ। জাগছে ভালবাসা। জাগছে সব।
আমি এগিয়ে চলেছি। উন্নত এক অনুভবে।
বংশপরম্পরার উত্তরণে বীর্য ও আধার।
প্রশ্ন করলাম - “কে তুই!”
উত্তর দিলি - “জন্মজন্মাতরের নীরানা,
যাকে আদর করা যায়, স্পর্শ করা যায় না”