খুব কষ্ট, মনে নেশারা জেগে আছে
বন্ধক রেখেছি হৃদ তোমারই কাছে,


মদের গন্ধে তোমার আদর মিশছে
চৈত্র রাত চোখের জলে ভিজছে,


মনের ব্যথা জলকষ্ট, জনশূন্য রাস্তা
তোমার কাব্যে রাধব ইয়ামি পাস্তা,


ফুচকা খাবো টক জল আর ঝালে
নীরানা মেশায় না জল বিদেশি মালে,


নীরানা আজকের মেয়ে, সবটা ছেলে
এমন নারী বাংলাতেও কিন্তু মেলে...


কারণ নীরানারা জেনে গেছে রেপ কী
সংসারী হতে চায় না মৃত্যু দেখা পাখি,


এসো, বসি পাঠক, না কবিতাই লিখি
নতুন করে নীরানাকে একটু তো শিখি...