গরমের মরসুমে বিরিয়ানি ঠোঁটে খুঁজেছি শান্তি সুখ
বাকসংযমে অগ্নিনির্বাপক নেই, শহরে গভীর অসুখ।
ফিলগুড শব্দরা ফিলব্যাড হলেই ছন্দ বলে দেয় কথা
শব্দকে ভুল লিখে বৃত্ত ভাঙলেই বুঝি প্রেমের উদারতা।
প্রেম মানুষ হয়ে ওঠে, ঋতুস্রাবেও পবিত্র তুমি নীরানা
মেহফিল খুশকিসমাৎ, শুনেছে তাই আবদারের তারানা।
অনেক কিছু কিনে দিতে হবে, মনটা যেমন চায় রোজ
গীটারের স্ট্রিংটা ছিড়ে গেলেই লাগে কারিগরের খোঁজ।
প্রেম মানুষটা চটজলদি “তোমাকে চাই” সংসারী নয়
তোমার বিয়ে হয়ে গেছে জানলে মনেতে বড্ড ভয়।
ভাগ করে নেওয়া বিশ্বাসগুলো সত্যই ফাঁকা মিথকথা
নীরানাকে কতটা ভালবাসি, কেন বাসি জানে উদারতা।
মশায় জন্য এনেছ ধূপ, মৃত দেহের পাশেও সে থাকে
খারাপ জীবনগন্ধে সুগন্ধ, সুখচড় স্মৃতিকে বাঁচিয়ে রাখে।
নীরানা হাইহিল নীল শাড়িতে তোমার তিলগুলো স্পষ্ট
ভালবাসলে এসো আদর করো, ঘরে বসে পেয়ো না কষ্ট।