ঋতুস্রাব হলেও নীরানার বেড়ানো চাই
রোজ গাড়ির কাঁচের সামনে দাঁড়ায়
নীরানাও কাঁচ নামায় না, কিছুই করে না তেমন
সমাজসেবা করার ইচ্ছা তেমন নেই
সে পুরুষ জাতটাকে মানতেই চায় না, অগ্রাহ্য
নীরানা তো এক যুগান্ত চেতনা,
চুপ...বকে দিলাম পাপ
একদম নীরানাকে খারাপ বলবে না সমাজ
বলছি তো কাব্য করতে জানে না নীরানা
নিজেকেই ভালবাসে নীরানা, চুল টু নোখ
আজ নিজেকে নতুন করে চিনল নীরানা
যখন আমাকে দেখল...ঝগড়া করল
ও ডেনরাইট খাওয়া বাচ্চাদের টাকা দেবে না
আমার নাম ফোন নম্বর নিল, ডায়েরি করবে
নীরানা কী মনের ডায়েরিতে লিখল নাম
বেনামী ফোন নম্বরে ফোন এলো...
''হ্যালো, নীরানা বলছি, কথা বলা যাবে... ''