সারারাতের স্বপ্নে আমি আর আসিনি
আজ যখন বাসস্টপে দাঁড়িয়েছিলাম, বুঝলাম।
একবারও ফিরে তাকালে না,
একাই উঠে গেলে নীরানা, ফিরেও দেখলে না-
ভিড় বাসে আমি উঠতে পারলাম কি না...
***
হেঁটে চলেছি। আজ আর অফিস যাব না।
আজ একটু পাতা, ফুল, ফলেদের সাথে কথা বলব।
আজ একটু একাই উদযাপন করব অ-প্রেম।
ঠিক তখনই নীরানার কন্ঠস্বর, পিছন থেকে-
“কি গো আজ অফিস যাবে না...”