তোমার আদর ছুঁয়ে যায় মনপ্রাণ
অনন্ত কথাদের মাঝে লুকিয়ে ঘুমাতে চাই
ঐ বিছানায় আমার হিসেবহীন অলঙ্কার জড়িয়ে
তুমি কেবল আদুরে নদীর মতো বাহু ধরো না
এসো দুদন্ড শান্তি খুঁজেনি অন্তমিলে
***
আমি জানি দেশে ডামাডোল রাজনীতি
মৌলবাদী চিন্তা আর টাকার দাম কমছে
সার্বভৌমত্ব ম্রিয়মাণ, তবু তোমার আদরে
আমি খুঁজে পাই বালিময় মন
মনকেমনিয়া সেই হাসি,
অভ্যেসের ভালবাসায় তাই কবি হই
পেশা ও ব্যাংক অ্যাকাউন্টের বইগুলো
ফিনিক্স হয়ে যায়,
আমি আর তুমি তখন দ্বীপান্তর
***
ঘুম ভাঙতেই বুঝলাম ড্রাইভার বলছে
''স্যার, ফাইল ব্রিফকেস দুতলায় রেখে আসব ''
গাড়ির আয়নায় বুঝলাম সাদা হয়েছে দাড়ি
এখন আর আইডল আইএনএ নয়
কচ্ছপের হোয়াটস অ্যাপ গ্রুপই সম্বল
যা করব ভার্চ্যুয়াল
অভ্যেসের ভালবাসারা কেবল নীরব