দুষ্টুরা কন্ডোম লাগিয়ে নিয়েছি ঠোঁটে
শুনলেই আমার কলমটা জেগে ওঠে
মানুষ হও, মানুষ হলে বুঝে কতটা অন্ধ
বৌদ্ধ কেন বিষ্ণুর অবতার? উবাচ হোক বন্ধ
সনাতন ধর্ম থেকে কোরান বাইবেল পড়ো
সব শেষে মানবিকতাকে উচ্চে তুলে ধরো
যে দেশে শিক্ষার লড়াই আজও অব্যাহত
সে দেশে কবিরা ধর্ষিত হবেই প্রতিনিয়ত
সাহিত্য তার পথেই চলবে বুকে ত্রিশূল রেখে
সব কিছুতেই বলবে কলম, বর্বরতা দেখে
যে আদিবাবা খারাপ বলেছে মঞ্চ থেকে
তাকেও মরতে হবে দেহ পৃথিবীতে রেখে
তবে
ধূলাগড়, চন্দননগর, নৈহাটিতে কোথায় ছিলে কবি
ঘোলা জলে মাছ ধরতে নেবে সেলেব এখন নবি
আমি আবার ঠোঁটে কন্ডোম লাগিয়েছি এঁটে
দেখি কটা এফআইআর আমার কপালেও জোটে...