ভুল রয়ে গেছে জীবনের প্রতিটি পলকে
আমিও বুঝিনি তোমায়, তুমিও বোঝোনি,
তোমার শরীর, আমার শরীর নদীহীন শূন্য
তুমি কী পরে কোনও দিন আমায় খোঁজোনি?
দেখতে খারাপ হলেও মন সুন্দরতম রঙিন
আমার না বলা কথারা সহজতর ভাললাগা,
কঙ্কাল লখিন্দর জানে বেহুলাকে কতটা চাই
শিখিয়েছে চাঁদসাগরই মনসার রাত জাগা...
***
ঘুমু করো, রাগ করো, কেঁদে জেগে তাকিয়ে
ভালবাসার অভ্যেসে তাকাবে মুখ বাঁকিয়ে
ফিরে তাকিয়ে চুলটা ঠিক করে বলবে কথা
এসো কাছে এসো, বাকি থাক সব নীরবতা
***
তুমি স্থির হলে অস্থির হয় সবটুকু মন প্রাণ যশ
অভ্যেসের ভালবাসায় কবি কাব্য আঁখির বশ...