তুই প্রতি রাতে চাইছিস আমায় আদুরে অভ্যেসে
মানসিক দিস্তারা উড়ছে জোনাকিকে ভালবেসে।


লুকিয়ে রাখছি আমি তোর কথাদের বন্ধু-চুলে
সত্যিই বলছি ঘুমের আগে আদর-যাব না ভুলে।


তুই তো ভাষাময় শরীর, আমার না বলা সবটুকু
ফিরছি তোর জন্য রোজ তারায়, বুঝেছিস কী কভু।


চাঁদের অমবস্যা আসে, পূর্ণিমা তো সুখের কথারা
কবে বুঝবি মন কী চায় – পাগলি সবই তো ইশারা।


আয় বসি আজ, আয় ভুলে যাই নাস্তানাবুদ ছাদে
তোর সব না পাওয়ারা স্বপ্ন হয়ে মনেতেই কাঁদে।


এই শহরেই লেখা আছে তোর আমার পূর্ণ ছবি
বাঙালি বলেই হতে চাই না ন্যাকা ন্যাকা চুমু কবি।


ভালবাসতে চাই অভ্যেসে, ভালবাসতে চাই সরু ঠোঁট
পাগলি মা-বাবা ঘুমিয়েছে, একবার ছাঁদে চাঁদ হয়ে ওঠ...