ঈষৎ রঙ লেগে থাকে প্রতি ভালবাসার শেষে
ফিরে আসে ভালবাসা-চুপ নতুন রঙিন বেশে।
ইস্তেহারের ন্যাকামো তোমার গলায় পুরো ঠাসা
আমি বুঝেছি কতটা নাম চাও, কতটা ভালবাসা।
ভাষাকে দেখানো ভালবেসো না, আন্তরিক হও
ভাষার জন্য বাঙালিকে নতুন করে আবার ভাবাও।
মেরে ফেলা ভালবাসার অভ্যেস ফিরুক তোমার
তুমি সবটুকু করলে গুছিয়ে রাখার দায়িত্ব আমার।
আমরা একটু নাচতে চাই, আমরা একটু গাইব গান
তুমি যদি আসো তবে আমিও শাহরুখ করব প্রমাণ।
তুমি তো ছিনদেশী তারা, তুমি তো রবি দহনে সুখী
আমি তো ছন্নছাড়া, তবু ভালবাসায় কেবলই একমুখী।
***
না শোনা গল্পরা কবিতা হয় না এই দুনিয়ার রসে
কি আর করি আদরই করব, ভালবাসার সুবাসে...