আমার তো জন্মদেহের উপর অধিকার নেই-বায়ুর মতো
নিমিত্ত জন্মদাগে মায়ের সুবাস থাকলেও আয়ুযাপনে ক্ষত,
তাই কিছু টাবলেটের পাতা ফেলে রেখেই চলে যাব গহীন
তোমরা পৃথিবীবাসি, তোমরা বন্ধু-আত্মীয়-সামাজিক প্রবীণ।
আমার সৃষ্টিরা ব্যর্থ, বড়ই একাকী। বড়ই একাময় দিনযাপন
অনেক পাপ করেছি মুহূর্ত জন্ম থেকে তাই অপদার্থতা আপন।
আমি ভুলে যাই কখন শিক্ষক থেকে সংগঠক হয়ে উঠতে পারি
আমি তো আমি তে নেই, মুদ্রণহীন কাব্য হব না কবিতা ব্যাপারি,
***
এসো ভয় না পেয়ে শান্ত হয়ে বসি মানুষের পাশে রোজ রোজ
আমি দিতে চাই না আর কোনও মানুষের মনুষ্যত্বের মহা খোঁজ
অনেকটা শান্তি চাই বেদনা ব্যথার না পাওয়া সুখ সৃজনে আজ
গোধূলি বসন্তকরবী দিতে পারে তোমায় চিরকালীন সে সাজ।
ফিরে এসো মন, প্রিয়ক্ষণ, ফিরে এসো মন জুড়ে স্নিগ্ধতাবাস
জন্ম তো বেঁচে থাকা নয়, কাজ করা, দাগ কাটার অতি সুবাস...