যারা বলে গেল দূর দিগন্তে সূর্য উঠবে না
তারা ভুলে গেল প্রকৃতি তার বাবার কেনা নয়
যারা স্বপ্নে মিশে গেল, তারা বলে গেল
আমাকে আর বাস্তব সুখ হতে দেবেই না
তা ঠিকই করেছে, এটাই জীবন...তবে সবটুকু
সত্য করতে পারবে না বন্ধু,
কাল সকালটা সূর্যের হবে, কাল বিকেলটা আমার
তুমি চাইলেও ধ্রুবসত্যকে ধ্রুবতারা করতে পারবে না
এসো বসি, নিরালায়...একটু হেমন্ত শুনি
একটু মান্না...অরিজিৎ শুনতেই পারি যদি চাও
তবে রাগের মাথায় বলো না, সূর্য উঠবে না
বলো না সূর্য তোর দাস...শুনলে হয় যে শিশু জন্মালো
সেও বিদ্রুপ করবে, না হেসে...