বৃষ্টির সবটুকু ভাসিয়ে আমি বাংলায় থাকি
ভাষা বাংলায় ভাসি - দোলে বা বর্ষায়।
দশ নয় একশোবার পড়ি মুখস্থহীন হাসি
বিধ্বস্থ ভাষাই আবার দড়িয়ায় ভাসায়...
চলে যাওয়া মাস্তুলের টানে কলা ভেলা
ফিরে আসে সুখ জীবন্ত লখিন্দর হয়ে,
রসেবশে ছিলাম বলেই কাব্যপ্রেমে মেতে
আমি অক্লান্ত একাই গেছি হাজার বছর বয়ে।
দোলের দিন পেরিয়ে এসেছি কলেজস্ট্রীট
দেখে এসেছি রং-রুটের জীবনে সবই মিথ,
বিকশিত অতনু শোভায় গাইছি ভাং খেয়ে
উদ্দাম তালে উচ্চাঙ্গ ছন্দের নৃত্য সংগীত।
ফিরছি সুখ নিয়ে শান্তিনিকেতনের আবির,
উদযাপনে বিষাক্ত সব ফিরছি বাস্তবতা ঘিরে
জলমগ্ন সাঁকোতে দাড়িয়ে তুমি চিরকালীন
না চেনা যোনী সূত্রের সম্পর্কে হাত বাড়িয়ে।
***
বৃষ্টি মানেই কবিতা আসে না, কবিতা বৃষ্টিতে মেশে
আমি সবটুকুই করি মন তোমাকে পলাশপিয়াসে...