বিগ ব্যাং থেকে গাড়ির টায়ারে বিস্ফোরণ কতটা দূর পথ
এই পথ ধরে কী লালন গান গাইতে গাইতে আজও যায়
সেই উত্তরের শপথ এখন তোমার খুব কাছাকাছি – সরল
এখন তুমি কোরাসের হেড ব্যাঙ পেরিয়ে দোহারের গান
এখন তুমি হাসি মুখের উদয় অস্ত সূর্যের মতো সত্য-নিত্য
এসো নিভৃতে বসি। এসো গানের স্বরলিপি শিক্ষা পেরিয়ে
এগিয়ে চলি মানবিকতায়। বিকশিত হোক লোক সংগীত
যেমনটা তোমার গবেষণা করতে চেয়েছিল, চায়, চাইবে
***
এক প্রভাতে তুমি এসে দাঁড়াবে অন্য জন্মে সূত্র ধরেই।
আবার বরাক উপত্যকার জন্য তুমি গেয়ে উঠবে বাংলায়
শুরু হবে নতুন দোহার। আমি তো কবিতা, তুমি প্রতীক
তুমি অনিশ্চিত গানের থেকে নিশ্চিত মৃত্যুর পথে উদিত...
***
চিন্তা করো না, আমরা এক তারা, এক কুঠীতে শুনছি
মাটির সবটুকু ভালবাসছি, অশ্রুমাটিতেই তুমি জন্মাও
কালিকাপ্রসাদ তুমি জেগে ওঠো। বাংলা আজ নীরব
তুমি ফিরছ, এই আশাতেই আমি ছন্দহীন ছন্নছাড়া...