নতুন করে নারী দিবস পালন করতে হবে কেন?
এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরছে। খুব জটিলতা আজ
আমি কিছুই চাই না। কিছুই চাইতে পারছি না, কারণ
আমার সমস্তটুকু জুড়ে নারী থেকে নীরা – প্রতি মুহূর্তে।
আমি নতুন করে নারীদের স্বাধীন দৃঢ় হতে বলি না
কারণ সমাজ তোমায় সেই স্থান দিয়েছে। তবে –
কিছু পুরুষ আজও আদিম...ঐ পর্দার আড়ালে পণ নেয়
বাল্য বিবাহ - বিক্রি করে দেয়। দেহ মনে নিপীড়িত যৌন অধিকার
এই পুরুষ আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে
***
এসো আজ নারী হয়ে উঠি। পুরুষের খুব প্রয়োজন নারী হওয়া
আমাদের মা, বৌ, মেয়ে কেন কাঁদবে? পুরুষ পুণ্য করো আত্মাকে-
এসো নারীর কান্নাগুলো মুছিয়ে দেওয়ার শপথ নিই, আজ কবিতা নয়
একটু নারী হয়ে উঠি। ভালবাসায়। নারী ঐটুকুই চায়