কবিতা লেখা মানেই ভাবুক হওয়া নয়। জীবনানন্দের মতো পরাবাস্তবতাকে বাহবা দেওয়া নয়। আধুনিকতার পরেও উত্তর আধুনিকতা বড় বাস্তব। বাস্তব প্রতিবাদ বড় দরকার। কবি হতে চাই না। তোমরা কবি বলো না। কবিতার মধ্যে দিয়ে সমাজের কথাই বারংবার লিখি। কারণ আমি ভাষাশ্রমিক। কবিতা শুধু ভাবুকতা নয়। কিছু কঠিন শব্দ নয়। কিছু নিরাশা নয়। শুধু ক্ষোভ নয়। কবিতাই আশ্রয়। এটা বুঝতেই হবে।
অনেকে বলে বিয়ে হলে মন পাল্টে যাবে। সে মন তো এখনও আমার আছে। শুধু বলি, আমি যে পৃথিবী চাই, চাইতাম, চাইব তা পাব না। তাই কবিতায় প্রতিবাদ করি। কারণ আমার তো তলোয়ার নেই। আমি ক্ষমতাশালী পৌরুষ নিয়ে জন্মাই নিই। আমি বড় ক্ষুদ্র। তাই কবিতা লিখি।
বিষয়গত ভাবে অনেকে এই কথা বলেন যে কবিতার স্বাধীনতা তাদের রয়েছে। ঠিকই রয়েছে। তবে তা আরও বাস্তবমুখী হোক। বিশ্বাস করুন কবিতা সুদিন আসবে। এই যে কবিতার বিমুখতা। না বুঝতে পারা এসবগুলো অতিক্রম করতে হবে। তাই বলি আমি কবি হতে চাই না। আমি তো সমাজের কথাই লিখি। আপনারাই কবি বলেন। কেন বলেন জানি না। আমার লেখাগুলো বুঝুন, আপনারাও কবিতা লিখতে শুরু করুন। একদিন আকাঙ্খিত পথে পৌছে যাবেন।