কবিতা জানি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই...তবু সম্ভাবনার মাঝে ভুল করে ফেলি। বলে ফেলি খুব সহজ। খুবই সহজ। কেন সহজ জানি না, জানি সহজ। কবিতায় আমি ভাত-ডাল খেতে পারি না, মনে বিরিয়ানির ইচ্ছে জাগে। দুর্যোগ আসলে বুঝি কবিতায় সহজ ভাবনার প্রয়োজন। নিশ্চিত ভাললাগার সহজ ভাবনা প্রয়োজন, প্রয়োজন এগিয়ে চলা, তাতে দোষ নেই, ভুল করে ফেলেছি কথা বলা। বিশ্বাস করো কবিতা, আমি বছরে একদিন বিরিয়ানি খাই, ভাত-ডালে আমিও সহজ-সুখ সেখানেই পাই। আমি খুব ভাল থাকি, ভাল থাকি এই সহজ জুড়ে, সে সব ভেবেই তোমার কাছে এলাম ঘুরে। ভুল করে ফেলেছি, বলে ফেলেছি কথা অতিরিক্ত, দেখো আমিও ভিজছি এখন কবিতা আমিও হচ্ছি সিক্ত।
কবিতা আমায় সিক্ত করে রোজ, রোজগারের আয়োজন ভীষণ ভাবে দরকার। নিশ্চিত চাকরির জন্য পাশে দাঁড়াক বর্তমান সরকার। অনেকের অনেক কষ্ট, অনেক আয়োজন তাই প্রয়োজন, কবিতার জন্য তুমিও একদিন করবে জানি নিশ্চয়ই আয়োজন। আরও সহজ হোক কবিতাগুলো, সহজ হোক সহজের মতো করে, আমিও যাই আমার মধ্যে এভাবেই ভরে...
কবিতা সিক্ত হাতে বলে দিতে চাইছি আমি, জিঘাংসার স্তরগুলো বড়ই সহজ, কবিতায় কবি হয়েই আমরা বাঁচি।