কবিতা প্রচারিত হয়। কবিতাই প্রচারিত হয়। কবিতাকেই প্রচার করতে হয়। কারণ...কবিতার শক্তি কমেছে। কিছু কবিতা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকে কিন্তু বাকি কবিতা। শতাংশ বিচারে খুব কম। কবিতা নিজেই তার পাঠযোগ্যতা পাচ্ছে না। কেন পাচ্ছে না। নতুন করে ভাবতে হবে। নতুন করে ভাবাতেও হবে। কবিতা প্রচারের বিষয় নয়।
আসলে কবিতা কিনে কেউ পড়ছে না। খুব কম। ব্যবসার জন্য কবিতা আজ...। আসলে মানুষের মহা চেতনায় কবিতা রয়েছে। সেই সনাতন চিন্তা থেকে মানুষ সরে এসেছে। কবিতা আজ বড়ই দুর্বল। অথবা কবিতা তার দ্যুতি হারিয়েছে। কেন বলছি। কারণ এত বুক রিভিউ, এত সেল্ফ পাবলিশিংয়ের পরেও কবিতা মানুষের কাছে পৌছাচ্ছে না। কবিতা কেবল ফেবু পোস্ট নয়। কবিতা কেবল চুরির জিনিষ নয়। কবিতার আলাদা আবেদন রয়েছে।
কতজন কবি আজ তা নিয়ে ভাবছে। আমি যদি বলি শরীরের মধ্যে কবিতা রয়েছে, লোকে হাসে। কবিতা তো অন্তর আত্মার ভিতরেই থাকে। কবিতা খুঁজতে হয় না। কবিতা চুরিও করতে হয় না। কবিতা সময়ে সময়ে বিকশিত হয়। আত্মা থেকে। হয়তো একই কথা বলছি। একটু অন্যভাবে। তাই তো কবিতা কালজয়ী।