আজ আমার বৃষ্টি সুখ, সুখ অনাস্বাদিত  বহুদিন ৷ শরীরে রতি ক্রিয়ার ঘ্রাণ ৷
আমি ছুটি, ছুটে পালাতে চাই ৷ আহ্ !
ভিজে উঠছে আমার পৃথিবী ৷ ভেজা ভেজা রক্ত ... ভেজা শরীরের বহু ঘাম
নারী অর্থ অস্ত্র সুবিধাবাদীর দেশ কাল
সব ধুয়ে মুছে সাফ হয়ে যাক ৷
আহ্ ! সমস্তটা ভিজিয়ে দাও ৷ শরীরের যত জ্বলন্ত অঙ্গা একে একে নিভে যাক ৷ লোভ লালসা ঘৃণার মুখ আমি অনেক দেখেছি ৷ যা কিছু চাইনি তাই শুধু পেয়েছি ৷ এবারে পরিত্রাণ চাই ৷ আজ সারারাত শুধু বৃষ্টির সুখ ৷  
পবিত্র এক সন্ন্যাসী সেই বৃষ্টির পথে হেঁটে যান ৷ যে শিশু ভূমিষ্ঠ হল আজ তার নাম আমি তাই বৃষ্টি দিলাম ৷