আবার যখন একলা হবে
চলে এসো দোকলা হতে,
আমি একলাই আছি
একলাই থাকি
অজান্তিকে হাত বাড়িয়ে।


তোমার দিনে আমি একা
তোমার একায় আমি সখা
খেদোক্তি যে কতো,
পরাণে ছড়াও
আঁখিতে বোলাও
স্বপ্নঘোর শতশত।


মনের মিলন ঘুচলো বলেই
দেহ মিলনসার,
দেহ মিলন হলো বলেই
মন যে তোমার অসাড়।


জানি,
তুমি নিপুণ
তুমি কৃপণ
অনুরাগের দেনাপাওনাতে,
আবার যখন একলা হবে
চলে এসো দোকলা হতে।