তুমি তো ভালোবাসতে নিষেধাজ্ঞা আরোপ করেছো।
তবে আর কি করা!
নিজের কাছে অপারগ হয়ে গেলাম,
একলা আমি তোমার প্রেমিক হয়েই রইলাম।
প্রেম তো গর্জে না, বর্ষে;
প্রেম তো আরোপিত নয়, নিরূপিত;
প্রেম তো ষদচ্ছ নয়, জন্মান্ধ।
তুমি হয়তো জানোই না যে,
"ভালোবাসি", না বলেও ভালোবাসা যায়।
সাঁতার জলে স্নান না-ই বা করলাম,
বর্ষায় দু'জন না-ই বা ভিজলাম,
কোনো এক পূর্ণিমার রাতে না হয় অব্যক্তই থেকে গেলো,
"ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি"।