বইছে পবন গাইছে গগন
          বারেক চায় মন ফিরেফিরে,
দুলছে হিজল পড়ছে শীতল
          ধরছে নেশা ধীরেধীরে।
বালি চিকিচিকি পাখি কিচিকিচি
          চলছে সব ভিরে নীড়ে,
বর্ষা টাপুরটুপুর পানি টইটুম্বুর
          ধ্বনিতে নদী কলকলে।
মাঝি গপগপ ঢেউ ঝপঝপ
          চলছে তরী সারেসারে,
কানন চড়চড় লগন পড়পড়
          কাঁপছে পল্লব থরথরে।
মন উড়ুউড়ু বুক ধুরুধুরু
          আর না শহুরে ভিড়ে,
ঘাট থইথই প্রাণ তুইতুই
          চল্ খোয়াই নদের তীরে।