যে মুখশ্রী আমি দেখেছি
এ যেনো এক অনির্বাণ শিখা,
স্পর্শ করার সাধ করেছি
পারিনি, যতো সব অস্পৃশ্য রেখা।


যে মুখশ্রী আমি দেখেছি
এ যেনো এক অতল নাব্যতা,
বোধ করার সাধ করেছি
পারিনি, যতো সব দুর্বোধ্যতা।


যে মুখশ্রী আমি দেখেছি
এ যেনো এক তিমির দিগন্ত,
খোঁজে পাওয়ার সাধ করেছি
পারিনি, যতো সব সরণি অনন্ত।


যে মুখশ্রী আমি দেখেছি
এ যেনো এক অঙ্কুরি পীযূষ,
মাতাল হওয়ার প্রয়াস করেছি
পারিনি, যতো সব সংলাপ নির্দোষ।


যে মুখশ্রী আমি দেখেছি
এ যেনো এক রিরংসা স্বর্গ,
আমোদ ক্রীড়ার উদ্যম করেছি
পারিনি, যতো সব নিরূপিত অর্ঘ্য।