আমি কোনো অনামিকা নই
আমাকে সম্বোধন করতে পারো 'মা' বলে।
হে বিশ্ব,
আমি কোটিকল্প বছর ধরে
সৃষ্টির আদিত্য হতে
তোমাকে গর্ভে ধারণ করে আসছি;
তোমাকে গর্ভে নিয়ে
আমি কাটিয়েছি সহস্রদল বিনিদ্র রজনী
কাটিয়েছি অনাহারক্লিষ্ট দিবস,
তোমাকে দিয়েছি আগমন
সরু অন্ধকূপ গহবর হতে সূর্যতাপে;
তুমি গলদেশ করেছ
আমার হৃদয় চিরে ভক্ষিত তোমার আহার,
তোমার অস্থিমজ্জাকোষ অসাড়তাকে দিয়েছি শক্তি
তুমি ক্ষমতাযুক্ত হয়ে
জাহাজি করেছ বায়ুময়, জলময়, স্থলময়।
তুমি বিজিয়াছ আকাশ, পাতাল, পাহাড়
মহাসাগর, মরুভূমি, তরঙ্গ, বিজলী ইত্যাদি
আরো কত কি!
আহা! তুমি এখন মহাযশা।
হে বিশ্ব,
আমি কোনো অনামিকা নই
আমি তোমার জন্মদায়কী,
তুমি ক্ষয়িষ্ণুতা;
তাতে কি?
আমিতো আছি অক্ষয়।