সিংহের আসনটা খাবলে ধরেছে এক গিরগিটি,
অর্থনীতির বড় বড় চাকায় ধামসে দিচ্ছে জনপদ।
দুর্ভিক্ষের দেয়ালে স্বাধীনতার পোস্টার,
ফাঁসির মঞ্চে ক্ষুধার্তদের বিক্ষোভ-
    "আমি ভাত খাবো,
    আমাকে দু'মুঠো ভাত দে,
    নতুবা কবিতার বইয়ের পাতা খাবো ছিঁড়েছিঁড়ে।
    আমাকে নিশ্বাস নিতে বলিস?
    নিশ্বাসেও যে আমি বিষের গন্ধ পাই।
    চারপাশে উপচিতির ধোঁয়া,
    ধোঁয়ায় যেহেতু নেশা হয়নি
    সংস্কৃতি চটকে গিলে উন্মাদ হবো তবে।"