একটি মৃত্যুর অবক্ষেপণ শুনেছি,
আর নিজেকে মেরেছি, বারবার মরেছি-
কতই না অবিনাশী মৃত্যুর ছলে।
বাকসিদ্ধ ক্ষেমঙ্কর আমি
মৃত্যুকে ঠেলে দিয়েছিলাম অযাচিত মৃত্যুর আবেষ্টনীতে;
অন্ধকারাবৃত্তে ঘাত অভিঘাতে সে মৃত্যুর হয়েছে খুন।
আঘাতে আঘাতে হয়েছে সে রক্তবৎ,
কেউ শুনেনি মৃত্যুর নির্বাক আহাজারি,
নিশুতি অাঁধার বিলাপ করেছে গালেগলে,
কেউ দেখেনি তার অনিচ্ছাকৃত বাঁচার প্রাণান্ত অপচেষ্টা,
নিঃশঙ্কে নির্বাক নিশ্চলা মৃত্যুর হয়েছে খুন।
মরদেহের পিশিত চুয়েচুয়ে যখন রক্তবীর্য
ঘাতকের চোখেমুখে তখন প্রশান্তির জোয়ার;
মৃত্যুর ঘাতে ছুরী চালিয়ে অসীম সন্তোষ রক্তরস চোষা ঘাতক।
কেউ দেখেনি,
দেখেছে বোবা প্রাচীর, বিছানা-বালিশ আর কাল রাত
কেউ করেনি কামনা সেই মৃত্যুর আত্মার মাগফেরাত।