কাব্যতরুর পুষ্পগুলো হারিয়েছে তারুণ্য;
মনদিঘীতে এখন আর জন্মায় না পঙ্কজ
এখন শুধু শৈবাল
আর কচুরিপানার দঙ্গল;
আকাশে এখন আর উড়ে না শারদীয় স্বপ্নগুলো
এখন কার্তিকের মেঘ
আর পরশ্রীকাতর শকুনের পাল;
জীবনের নবান্নে এখন উচ্ছলতা নেই
এখন রাশিরাশি মিথ্যা জাঁক
আর সংকীর্ণ মৃত বসন্তের আহাজারি;
সহস্র বেদনায়ও এখন টলে না আবেগের তারল্য
এখন কঠিন বাস্তবতা মুখোমুখি
ছলাকলার শতসহস্র জিজ্ঞাসা
আর উত্তরগুলো নিশ্চুপ;
তপোবনে মনোহারিণী করে না আর নৃত্য
শুধু সন্দেহ আর সংকোচ
এখন অযাচিত আন্দোলনের দাবানল;
পূজারিগণ সৃজনশীলতাকে আর দেয় না ভক্তি
এখন সৃষ্টির চেয়ে স্রষ্টব্যই বেশি
শুভ্রতার আড়ালে আছে কয়লাকুঠি;
তাই কাব্যতরুর পুষ্পগুলো হারিয়েছে তারুণ্য।