এখন পরে বিন্দু বিন্দু
আগে পরতো কলকলিয়ে,
যা গিয়েছে তার সবই কি গিয়েছে
দেখেনে-রে জল কেলিয়ে।
কতটুকুন ভরেছিস জল
বুঝে নে' তুই মন চুবিয়ে,
মনে হয় না কূল পাবি তুই
সারাজনম সাতার কাটিয়ে।
এখন কিছুই বুঝিস না তুই
ভাবখানা তোর কি যে.............
ছোঁ'বি না জল জানিস না তল
তবে ভাসালি কোন রীতে?
মনদিঘীটা জলে ভরালি
খেয়ালে খেয়ালী খেলে,
এখন তোর কত্তো বাহানা
শুনলে যে গা জ্বলে।
শুকনো দিঘী ভরালি তুই
জলের পরে জলে,
ভালই হলো..............
তুই না হলেও অন্যে যাবে নেয়ে।