এক আকাশ তারা পার হয়ে যায় গোধূলি
দূর এক রাশি পাহাড় এঁকে দেয় কাজলী,
দৃষ্টির সিঁড়ি বেয়ে হারায় অনন্ত
দক্ষিণা সমীরণ পরাণে উড়ন্ত,
নিশ্ছিদ্র মোহ টেনে নিয়ে যায় মোহজাল মোহনায়
উছলানো ঢেউ উঠে আসে তরঙ্গ রচনায়,
কাশ বনের শুভ্রবসন বয়ে চলে গগনতরী
নীড় ছাড়া মন আজি বেহালী স্বপনচারী,
পুষ্পনৃত্য চলে আধারিত প্রকৃতির ভাঁজে ভাঁজে
আজি জ্যোৎস্নাগীত গেয়ে যায় মন নেচে নেচে,
সবুজে সবুজে হেতা পল্লবপুঞ্জ দুলিত অম্লান
মন শিরধারি যদিও সে চির ম্রিয়মাণ।