ছুটতে ছুটতে দিগন্ত ছুঁয়ে ফেলবো
আসবো না আর ফিরে,
মুঠো ভরে কাঁটা গিলবো
কণ্ঠ রাখবো চিরে।
ভুলতে ভুলতে চিত্ত খাব গুলিয়ে
উঠবো না আর ফিরে,
স্মৃতি যত সব দগ্ধ করবো
কণ্ঠ মিলাবো কালে।
উঠতে উঠতে অন্তরীক্ষে যাব মিলিয়ে
আসবো না আর ফিরে,
কোটিতম শূন্য ভক্ষণ করবো
কণ্ঠ থাকবে ফোলে।
অাঁকতে অাঁকতে অঙ্কনে যাব মিশিয়ে
ভাসবো না আর ফিরে,
রঙ ছড়িয়ে রঙিন করবো
কণ্ঠ ভাসাবো জলে।
খুঁজতে খুঁজতে নিখোঁজে যাব হারিয়ে
আসবো না আর ফিরে,
বন্দি বন্ধনী জড়িয়ে রাখবো
কণ্ঠ রাখবো বেড়ে।
ডুবতে ডুবতে পাতালে যাব তলিয়ে
উঠবো না আর ফিরে
শঙ্খনীল বিষ পান করবো
কণ্ঠ ভরবো নীলে।