পাগলপ্রেমী
সোমা বিশ্বাস
জন্ম ও মৃত্যু - দুই পাগলপ্রেমী
জন্ম অভিজাত বাড়ির পুত্র
মৃত্যু দরীদ্র পিতার অভাগিনী কন্যা
জন্ম যেখানেই যায়, সেখানেই সমৃদ্ধি
মৃত্যু এমনই অভাগিনী, শুধু ধ্বংস
জন্মের সাথে সাথে মাতৃহারা সে,
তার ওপর সে মাঙ্গলিক ;
তাই তাদের বিয়েতে বাঁধা ।
বিয়ে দিতে অস্বীকৃত বাবা-মা পুরুষ ও প্রকৃতি ।
কিন্তু জন্ম ও মৃত্যু যে পাগলপ্রেমী ।
এদিকে মৃত্যুকে ছেড়ে জন্ম থাকতে পারবে না ।
জন্ম মৃত্যুকে জীবন সঙ্গিনী করবে সিদ্ধান্ত নিলো ।
বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে... বাবা-মার কোপ ।
জন্মকে পাঠিয়ে দিলো পৃথিবীতে...
জন্ম বড় হলো, নাম হলো জীবন ।
এদিকে জন্মের শোকে শোকে মৃত্যু পাগলী...
দিশাহারা.....
জীবন কিন্তু ভোলেনি মৃত্যুকে....
তবুও তার সাথে বিয়ে হলো হিংসার ।
হিংসা আবার জীবনকে ভালোবাসে না,
সে স্বামীরূপে পেতে চায় লোভকে,
তাই পথের কাঁটাকে দূর করতে জীবনকে খুন করতে উদ্যত ।
সেই রাস্তায় জন্মকে খুঁজতে খুঁজতে মৃত্যু এসে দাঁড়ালো ।
মৃত্যুকে দেখে জীবন কাঁদতে শুরু করলো ।
শেষ চোখের জল ফেলে জড়িয়ে ধরলো মৃত্যুকে ।
মৃত্যু চিরদিনের জন্য জীবনকে বুকে জায়গা করে দিলো ।
কেউ আটকে রাখতে পারলো না তাদের
পুরুষ, প্রকৃতি, হিংসা - কেউ না ।
কারণ, জন্ম ও মৃত্যু যে পাগলপ্রেমী ।