কল্পিত নগরীর নন্দিনী তুমি
তব প্রচ্ছন্নতায় কম্পিত এ ভূমি।


তুমি আমার আশার আলো
জোছনা রাতের তারা,
বৃষ্টিস্নাত সন্ধ্যায়-
অন্ধকারে একটুখানি পথ চলা।


তুমি আমার স্বপ্ন সারথী
নিশীথ রাতে বাঁশির সুর,
সকাল বেলার কোমল হাওয়া
একটুখানি এগিয়ে যাওয়া।


তুমি আমার-
সবুজ ঘাসে শিশির কণা,
তপ্ত দুপুরে শীতল পরশ
শ্রান্ত পথিকের একটুখানি বিশ্রাম।