স্বপ্ন গুলো করে দিলো শেষ
নোভেল করোনা ভাইরাস,
থাকছে খোলা হাট-বাজার ও মেলা
তবে বন্ধ কেন স্কুল ক্যাম্পাস।


এতো কষ্ট করে পড়েছি মোরা
তবুও কেন আজ অটো পাশ,
করোনা আমাদের খেয়ে দেয়ে
গড়ে গেল এক ইতিহাস।


অনেকের মনে স্বপ্ন ছিলো
থাকবে অনেক সুঁখে,
লকডাউনে কত মানুষের দিন
কাটছে ধুঁকে ধুঁকে।


হঠাৎ করে স্কুল খুলে দিয়ে
বলবে তখন তারা,
এতদিন বাড়িতে বসে
করছিলি কি তোরা।


পরিশ্রম তো কম করিনি
মাসের পরে মাস,
তবুও আজ শুনতে হয়
রেজাল্ট টা যে অটো পাশ।