তুমি আমার কবিতা
       তোমায় নিয়ে সবিতা
লিখলাম একটা চিঠি,
       আকাশে যখন চাঁদ তারা
চোখ বুঝছে মিঠি মিঠি।


দুনিয়া যখন হচ্ছে কালো
       গণ-অনধকার,
তখন একটা চিঠি লিখলাম
       নাম না দিয়ে তার ।


নামটি তাহার কেমনে দিব
       সপ্ন হলো পার,
চোখ খুলে দেখি আমি
       সব গণ-অন্ধকার।


হাত বাড়িয়ে তখন আমি
       পেলাম নাতো কলম,
পেলেই তাহার নাম লিখতাম
       খাতা করে যখম।


মনটা আমার বলে তাহার
       নাম দাও কবিতা,
যাহা লিখবে তাহার জন্য
       হবে সবই তা।