পরার্থে অনাসক্তি শুভকর্ম
        অপকর্মে সদা গলদঘর্ম
প্রাধান্য না পায় মানবধর্ম
            গণ্ডার সদৃশ গাত্র চর্ম
  অন্তরে না পশিল ন্যায়ের মর্ম।

এক যে বোকা শেয়ালে
        মুরগি এঁকে দেয়ালে
            চাটতে থাকে খেয়ালে।
আবার অতি ধূর্ত শেয়ালে
         দেখায় যুক্তি নানান ছলে
মোরগ মুরগির অসুখ হলে
          নিয়ে যাবে হাসপাতালে।

         খলের নাই ছলের অভাব
ঝগড়া করা বাগড়া দেওয়া
                       বিশেষ স্বভাব
যুক্তি-প্রমাণে সিদ্ধহস্ত আর
           সদা প্রস্তুত দিতে জবাব।