ওস্তাদজী ভুল করলে
হাসতে সবার মানা
তবে তোমার বেলায় উঠলো কেন?
হো হো শব্দখানা!
তুমিতো বেশ শিখছো বটে
শুদ্ধ ভুলের মাঝে।
অন্য সবাই ফেলছে তবে
তোমায় কেন লাজে?
শিখতে গিয়ে ভুলতো হবে
এতো সবার জানা
তোমার বেলায় বলছে কেন?
ভুল পড়াটা মানা!
উপহাসে কি যায় আসে
শিখতে তুমি থাকো
ভুলের মাঝেই শুদ্ধ হবে
বিশ্বাস প্রাণে রাখো।