মরু রহস্যের মত প্রাচীন।
তবে উক্তির মত জীবিত আর সুশ্রাব্য!
সে দৃষ্টান্ত এখনো লোকমুখে ঘুরে ঘুরে হাঁটে,
সে তাকে ভালোবাসতো।
সে তাকে ভালোবাসতো, কারাগারের দীর্ঘজীবনে,
অসহ্য আঘাতে, অনাহারে, নির্ঘুমে।
তার অকুতভয়ের স্বীকারোক্তি ছিলো,
আমি কোন রাজার একমাত্র কন্যা’কে ভালোবাসি না।
আমি হিমাদ্রি’কে ভালোবাসি।
সে তাকে ভালোবাসতো, তার শেষ পরিণতি জেনেও
সে তাকে ভালোবাসতো,
কালো কাপড়ে আবৃত ফাঁসির মঞ্চের শেষ ক্ষণে দাঁড়িয়ে।
সেও তাকে ভালোবাসতো!!
সকলের অলক্ষে প্রাসাদের গোপন অন্দরে থেকে।
নিশ্চুপ নিরাহারে নিজেকে তার সমতুল কষ্ট দিয়ে,
নরম শয্যায় রাতের পর রাত নির্ঘুম থেকে।
সে তাকে ভালোবাসতো, প্রাচিরের ওপাশের কোন প্রজা জেনে নয়,
সে তাকে ভালোবাসতো, একজন সহজ জন হিসেবে।
শাসনের জিজ্ঞাসাবাদে, সে নতমস্তিষ্কে সে ভালোবাসার প্রমান দিয়েছে বারংবার!
সে তাকে ভালোবাসতো।
বিভেদের অনেক ঊর্ধ্বে দাড়িয়ে।
সে তাকে ভালোবাসতো, বিষের জলে মরণ শয্যায় শুয়ে!!