সে চোখ হৃদয়ে থাকে,
যেন আমাকেই দেখে,
দেখি আমিও।
সে চোখ কাঁজলে সাজে,
মরে আয়নার চোখ লাজে,
মরি আমিও।
সে চোখ ঘুমে অন্তর্গত,
ছুটছে স্বপ্নরা আছে যত,
ছুটছি আমিও।
সে চোখ বিষাদের ভারী তলে,
অশ্রু মোমের মত গলে,
গলি আমিও।
সে চোখ অপলকে দেখে নিশি,
ধন্য তাহাতে স্বয়ং শশী,
ধন্য আমিও।
সে চোখ তোমাতে রেখেছি জমা,
যে চোখে তুমি মোর প্রিয়তমা,
সে চোখে আমিও।