রমজান এলো,
রহমত নিয়ে প্রথম দশেকে!
পুণ্য কাজের হিসেব হলো বৃহৎ সওয়াবে।
সুন্নত হলো ফরজ সমতুল!
ফরজ বেড়ে আরো কয়েক গুন!
কূল কায়নাত পূর্ণ হলো কেবল রহমতে।
সকল হৃদয় ইবাদতে, মশগুল একত্রে!
রমজান এলো,
পাপ মোচনের মাগফিরাত নিয়ে!
সকল পাপী মুক্তি পাবে শুদ্ধ তওবাতে।
আল্লাহ কেবল কারণ খোঁজেন,
তোমায় আমায় ক্ষমা দানের।
মাগফিরাত সে সুযোগ দিলো, মুসলিম উম্মাহ’কে!
সকল পাপের ক্ষমা হবে চোখের জলেতে।
রমজান এলো,
নাজাত নিয়ে বিদায় বেলাতে!
জাহান্নামের কঠিন যেন না ছোঁয় মোদেরকে।
আজাব হতে মুক্তি লাভে,
রাত্রি জাগে তাহাজ্জুদে।
মোনাজাতে লজ্জিত হয় দুহাত তুলিয়ে!
রমজান এলো,
সকল মাসের শ্রেষ্ঠ মাস হয়ে!