অম্বর হতে প্রভাত এনেছি,
কেবল তোমারে দিতে।
খোলো চোখ, মুখ দেখো শতরূপ
তোমার চতুর্দিকে!
দেখো দেখো চেয়ে, বাতায়ন ধারে
বনলতা উঠেছে বেঁয়ে!
মৃত্তিকা ফুঁড়ে শিশু উদ্ভিদ,
ওঠে নিজ পরিচয়ে।
আরো দেখো ওই শিমুলের ডালে,
মিহি পবনের দোল।
বোঁটা ক্ষয়ে ক্ষয়ে পুষ্পের দলে,
ভরিছে ঘাসের কোল।
ঊষার আভা সবুজের শিরে,
দেখা যায় বহু দূরে।
শিশির বিন্দু ফোঁটায় ঝরে,
পাতার শরীর ছেড়ে।
এ গ্রাম, সে গ্রাম বুকের তলায়,
ছুটে যায় বক সারি।
ফসলের মাঠে ফিঙে ছুটে চলে,
প্রান্তর যেন তারই।
আরো কত শ্রী প্রভাতে রহিছে,
রহিছে কত যে রূপ!
প্রভাতে নয়ন শান্ত করো,
প্রভাতে কুড়াও সুখ!