তুমি বুঝি এই দিনে এসেছিলে ধরায়,
কেঁদেছিলে, হেসেছিলে আঁচলের তলায়।
নচেৎ প্রকৃতি আর কাহারে স্মরি,
ষড়ঋতুর সব রূপ রহিছে ধরি।
ভূমিষ্ঠ তুমি বুঝি প্রথম প্রভাতে,
সূর্য তাই উঠি আজ তোমা নাম যপে।
পরক্ষণে কেঁদেছিলে, বুঝি তার লাগি
রোদ্রের সব আলো মেঘে দেয় ঢাকি।
গগন মাতিয়া নামে বরষার ঢল,
নিস্তেজ সব শাঁখে জমে ফোঁটা জল।
হেসেছিলে মৃদু সুরে স্বপ্নের ঘোরে,
ফোটে তাই শত ফুল বনলতা জুড়ে।
প্রকৃতি তোমারে বুঝি কত ভালোবেসে,
জন্ম দিবসে সাঁজে অপরূপ সাঁজে।
সপেঁছি তোমারে নিজে শুভেচ্ছা খুব,
বেঁচে থাকো বেঁচে থাকো আরো শত যুগ।