তোমার বিরক্তি হতে চাইলে,
আমায় রাখবে তোমার বিরক্তির কারনে?
রাখবে তোমার অনীহায়? অথবা
তীব্র ঘৃণায়? বলো রাখবে?
তবুও অন্তত থেকে যাই তোমার চিন্তায়!
থেকে যাই ভবিষ্যতের কোন এক অতীত স্মৃতিতে।
কোন এক পড়ন্ত বয়সের আড্ডায়, একমাত্র বিষয়বস্তু হিসেবে।
তোমার মনে থাকবে, কেউ একজন ছিলো তোমার বিরক্তির উঠোন জুড়ে,
অশ্বত্থের মত দাড়িয়ে থাকতো জানালায়,
রোদ, বৃষ্টি অথবা ঝড়ে।
তোমায় এক মুহূর্ত দেখার সাধ যার কোনদিন লোপ পায়নি ।
তোমার চোখ রাঙানো’কে, যে নিত্য আশীর্বাদ করে নিয়েছে নিজের জন্য।
তাকে রাখবে বলো?
মনের কোন এক তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে?
তবুও অন্তত থেকে যাই তোমার মনে!
কতই না অপ্রিয় থাকে, আমায় না হয় রাখলে তাদের মাঝে,
তবুও অন্তত থেকে যাই তোমার অপ্রিয়দের সাথে!