সবটুকু তুমি আমার,
যাহা দৃশ্যমান, যাহা অদৃশ্যে থাকা টান।
চুম্বনে যদি ভাঙ্গিয়া আসে চোখ,
উষ্ণ অধর জড়িয়া করিব সে মুহূর্ত উপভোগ।
ঘুমের শরীরে যতটা শিশুর ভান,
চক্ষু ততটা উপবাসে রবে-ঘুমকে করিয়া দান।
স্বেচ্ছায় যদি হেলা চলে আসে; নিজের যা কিছু পর,
তীব্র নেশায় তাহাই আমার অতৃপ্ত সুন্দর।
নীরবে যাহা উপেক্ষা করো, নিছক ভাবিয়া যা-তা!
নীরবেই তাহা কুড়াইয়া লইবো। তোমার বলিয়া কথা।
তোমার তুমিকে যতটা দেখো না-জানো না চেনো না যত
ততটা তোমারে ধারণ করেছি বৃহৎ হইতে আরো।
অধর না হয় রইল আড়াল, প্রাণ তো আমার কাছে
অতিষ্টে ছুটে কতদূর যাবে? আমি আছি নিঃশ্বাসে।
তোমার তুমি যে কেবল তোমার নয়!
তোমার তুমিতে রয়েছি আমি প্রেমান্ধ সাধনায়।
অনিবার্য প্রলয় আসিলেও, বক্ষে রাখিব জড়ি
সে প্রলয় স্রোতেই;ভাসিবে মোদের সুখে সয়লাব তরী...!